tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ১৬:০০ পিএম

নাহিদের গতিতে ধরাশায়ী মাধুশঙ্কা


nahid-20240323150830

বিপিএলেই গতির রাজা হিসেবে চিহ্নিত হয়েছিলেন নাহিদ রানা। জাতীয় দলে সুযোগ পেয়েই সেই গতির পসরা সাজিয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসেও আগুনে বোলিং অব্যাহত রেখেছেন নাহিদ রানা। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রথম বল করতে আসেন নাহিদ। এই ওভারের চতুর্থ বলে তেমনই এক ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান ওপেনার নিশান মাধুশঙ্কা।

শ্রীলঙ্কার রান এ সময় ছিল ১৯। ২০ বলে ১০ রান করে আউট হন মাধুশঙ্কা। দিমুথ করুনারত্নে ব্যাট করছেন ৯ রান নিয়ে। মাধুশঙ্কা আউট হওয়ার সঙ্গে সঙ্গেই দিনের দ্বিতীয় সেশনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরির ওপর ভর করে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৮৮ রানে। যার ফলে, ৯২ রানের লিড পায় শ্রীলঙ্কা।

এসএম