tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৩, ১৪:৫৪ পিএম

বগুড়া-৪ আসনে বিজেডি থেকে লড়বেন হিরো আলম


হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।


বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিবারেল ইসলামিক জোটের ছয় দলের অন্যতম বিজেডি। বু

ধবার দুপুরে ইসলামিক জোটের একক প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান (শুভ)। বগুড়া জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান হিরো আলমের মনোনয়নপত্র সংগ্রহ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

লিবারেল ইসলামিক জোটের ছয় দলের মধ্যে বিএসপি ছাড়া অন্য কোনো দলের নিবন্ধন নেই। গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএসপি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি বিএসপির প্রতিষ্ঠাতা। দলটির নির্বাচনী প্রতীক একতারা।

এ ব্যাপারে জানতে চাইলে লিবারেল ইসলামিক জোটের নেতা ও বিএসপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া প্রথম আলোকে বলেন, ‘হিরো আলম বিএসপির প্রার্থী নয়। আমাদের যে জোট হয়েছে, সেই জোটের বাংলাদেশ জনদলের (বিজেডি) প্রার্থী তিনি।

বিজেডি বলেছে, হিরো আলমকে নমিনেশন (মনোনয়ন) দিতে হবে। তাঁকে মনোনয়ন না দিলে তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেবে। এ কারণে জোট থেকে হিরো আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। এর আগে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম।

এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি। পরে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেন।

কিন্তু চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে শূন্য ঘোষিত ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে আরেক দফা আলোচনায় আসেন হিরো আলম। নির্বাচনের দিনে একটি কেন্দ্রে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

হিরো আলমের ওপর ওই হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসও হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। যাচাই-বাছাইয়ের দুই দফায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়।

পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। সেবার সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করেন হিরো আলম। তবে নির্বাচনের দিন কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন।

এসএম