মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াতের
Share on:
ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ মে) দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘১৪ মে দুপুরের দিকে উপকূলীয় এলাকা সেন্টমার্টিন ও কক্সবাজারে ঘূর্ণিঝড় মোখা আঘাত হেনেছে। ঘূর্ণিঝড় মোখার আঘাতে সেন্টমার্টিন লণ্ডভণ্ড হয়েছে। ঘূর্ণিঝড়ে দু’জন নিহত, বহুসংখ্যক আহত এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন। ঘূর্ণিঝড়ে গাছ-পালা উপড়ে পড়ে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচণ্ড বাতাসে বাড়িঘর উড়ে যাওয়ায় মানুষ অত্যন্ত অসহায় জীবন-যাপন করছে। ঘূর্ণিঝড় মোখায় যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোখার আঘাতে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইসাথে যারা বাড়িঘর বিধ্বস্ত হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি
এমআই