tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ জানুয়ারী ২০২২, ০৯:২৭ এএম

বুরকিনা ফাসোর ক্ষমতা দখলে নিয়েছে সেনাবাহিনী


burkina-faso.jpg

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর সেনাবাহিনী প্রেসিডেন্ট রোচ কাবোরকে উৎখাত করে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে।


বুরকিনা ফাসো.jpg

আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর সেনাবাহিনী প্রেসিডেন্ট রোচ কাবোরকে উৎখাত করে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে।

গতকাল সোমবার ( ২৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক সেনা কর্মকর্তা এ ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি।

আলজাজিরার সংবাদে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী সংবিধান বাতিল করেছে। পাশাপাশি সরকার ও সংসদ ভেঙে দিয়েছে।

অন্যান্য দেশের সঙ্গে বুরকিনা ফাসোর সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেলের ঘোষণায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। দেশের ঐক্য রক্ষা এবং ইসলামপন্থীদের বিদ্রোহ দমনে প্রেসিডেন্টের ব্যর্থতার বিষয়টিও ঘোষণায় উল্লেখ করা হয়েছে। 

এর আগে রয়টার্সের খবরে জানানো হয়, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হয়েছেন।

সোমবার সকালে প্রেসিডেন্ট ভবনের কাছে বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির চিহ্ন দেখা গেছে। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের বাসিন্দারা জানান, গত রোববার ( ২৩ জানুয়ারি) রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে।

এরপর সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও দেশটির সরকার তা অস্বীকার করে।

এইচএন