tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৪, ০৯:০২ এএম

প্রাণে বেঁচে গেলেন হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান


ezgif-6-ca9fd6015e-6708953d84d4f

লেবাননের রাজধানী বৈরুত মূলত এখন ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে বিমান হামলা, স্থল হামলা সবকিছুই ইসরাইলের নখদর্পনে। কিন্তু এরপরও বৃহস্পতিবার ইসরাইলি হত্যা প্রচেষ্টা এড়িয়ে গেছেন হিজবুল্লাহর একজন সিনিয়র কর্মকর্তা।


শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য জাপান টাইমস।

তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর অন্তত একজন সিনিয়র কর্মকর্তাকে লক্ষ্য করে মধ্য বৈরুতে বিমান হামলা করে ইসরাইল। হামলায় বৈরুতের কেন্দ্রস্থলে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং ছোট দোকানগুলোর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় আঘাত করে। ওই হামলায় ২২ জন নিহত হলেও হিজবুল্লাহ কর্মকর্তা নিজেকে এই আক্রমণ থেকে মুক্ত রাখতে সফল হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল বৃহস্পতিবার রাতে ওয়াফিক সাফাকে লক্ষ্যবস্তু করে। যিনি হিজবুল্লাহর যোগাযোগ ও সমন্বয় ইউনিটের প্রধান ছিলেন। এছাড়া লেবাননের নিরাপত্তা সংস্থার সঙ্গেও তার যোগাযোগ ছিল। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ওয়াফিক বেঁচে গেছেন।

এতে আরো বলা হয়, ইসরাইল এর আগে ওই এলাকায় আক্রমণ করেনি। এমনকি বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতাও জারি করেনি। বলা হচ্ছে, চলমান ইসরাইলি অভিযানে এটি মধ্য বৈরুতে সবচেয়ে মারাত্মক হামলা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ জন নিহত এবং ১১৭ জন আহত হয়েছে। এদিকে জাতিসংঘ বলেছে, দক্ষিণ লেবাননে তার শান্তিরক্ষীরা ক্রমবর্ধমান বিপদের মধ্যে রয়েছে।

এনএইচ