tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২৩, ১৮:০৬ পিএম

মাগুরায় অগ্নিকাণ্ডে গৃহকর্ত্রীসহ নিহত ২


FB_IMG_1697278375073

মাগুরা শ্রীপুর উপজেলার কচুবাড়ীয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বেগম (৪০) নামের ৩ সন্তানের জননী এক প্রতিবন্ধী গৃহকর্ত্রীসহ ২জন নিহত এবং ১জন আহত হয়েছেন।


শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কচুবাড়ীয়া গ্রামের আলম শেখের বসত ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে তার প্রতিবন্ধী স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আগুন নেভাতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবেশী আকশেদ শেখ ওরফে কানু (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অগ্নিদগ্ধ অপর প্রতিবেশী জাহাঙ্গীর শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার খরব পেয়ে শনিবার সকালে মাগুরা-১ আসনের সাংসদ এ্যাড. সাইফুজ্জামান শিখরের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন তাৎক্ষণিক দাফন কাফনের জন্য ৫ হাজার টাকা প্রদান করেন। শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানের নেতৃত্বে জামায়াতের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক৷ সহযোগিতা করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল, পিআইও কোহিনুর জাহান, ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে ।

এমবি