tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৩, ০৯:১৮ এএম

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানিতে শীর্ষে তাইওয়ান


করোনা

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে প্রাণহানি ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন পৌনে দুই শতাধিক মানুষ।


সোমবার (২০ মার্চ) সকালে ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ১৯ হাজার ৭৯৪ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫৮৫ জন। এতে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ২৫ লাখ ২০ হাজার ৬০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৬ হাজার ১৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৮৩৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে তাইওয়ান। এ সময় ভূখণ্ডটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। এতে মহামারির শুরু থেকে ভূখণ্ডটিতে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ৩১ হাজার ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৮ হাজার ৭৭৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ৩৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৩০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৩ হাজার ৫১১ জন মারা গেছেন।

একই সময়ে চিলিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ১৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৮২ জন এবং মারা গেছেন ৩ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫১ হাজার ৬৪২ জন মারা গেছেন।

একই সময়ে ইসরায়েলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১৭ জন এবং মারা গেছেন ১৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৫৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৭ লাখ ৩ হাজার ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৩১৪ জন মারা গেছেন।

এ সময় মেক্সিকোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৩ জন এবং মারা গেছেন ১৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এন