tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৬ পিএম

হিজাব বিতর্কের মধ্যে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান


india.jpg

হিজাব বিতর্কের মধ্যে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসছে। রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নাগেস এমন ইঙ্গিত দিয়েছেন।


হিজাব বিতর্কের মধ্যে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আসছে। রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষামন্ত্রী বি সি নাগেস এমন ইঙ্গিত দিয়েছেন। 

আজ শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি) মন্ত্রী বলেন, প্রাক ইউনিভার্সিটি ও ডিগ্রি কলেজ আগামী ১৪ ফেব্রুয়ারি খোলার সিদ্ধান্ত আসতে পারে। 

এর আগে বৃহস্পতিবার রাজ্য সরকার আগামী সোমবার থেকে মাধ্যমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্তের কথা জানায়। 

শিক্ষামন্ত্রী নাগেস বলেন, সোমবার মাধ্যমিক বিদ্যালয় খুলবে। ওইদিন সন্ধ্যায় মূখ্যমন্ত্রীর বৈঠকে প্রাক ইউনিভার্সিটি এবং কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৃহস্পতিবার কর্ণাটকের উচ্চ আদালত হিজাব নিয়ে আদেশ প্রদান স্থগিতের সিদ্ধান্ত দেয়। এক অন্তর্বর্তী রায়ে  আদালত রাজ্য সরকারকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খোলার অনুরোধের পাশাপাশি বিদ্যালয়ে কোনো ধর্মীয় পোশাক পরিধান অনুমতি না দেওয়ার অনুরোধ জানায়। 

কর্ণাটকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বিতর্কের জেরে বুধবার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। 

এদিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ সুপারকে তিনি সব জেলায় আইনশৃঙ্খলা এবং শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এইচএন