tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৩, ১৯:৫৫ পিএম

গাজাকে ইসরায়েলি সৈন্যদের সমাধিক্ষেত্রে পরিণত করার হুমকি ইরানের


hamas-war-2

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার প্রতিশোধ নিতে যে কোনো সময় গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করতে পারে ইসরায়েল।


গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে সামরিক অভিযান চালায়। তাদের এ অভিযানে ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়। এরপর থেকেই হামাসকে নির্মূল করতে গাজায় সরাসরি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরআব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, যদি গাজায় ইসরায়েলি সেনারা প্রবেশ করেন তাহলে ‘গাজাকে দখলদার ইসরায়েলি সেনাদের সমাধিস্থলে পরিণত করবে প্রতিরোধ যোদ্ধারা।’

রোববার (১৫ অক্টোবর) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলিরা গাজায় ঢুকলে তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অনেক আশা ও স্বপ্ন দেখছেন। কিন্তু তিনি ও ইরান সরকার এ মুহূর্তে চুপ করে আছে।

পারমাণবিক শক্তিসমৃদ্ধ ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রেরও কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ওয়াশিংটন ইসরায়েলে তার পুতুলকে (নেতানিয়াহু) রক্ষায় এগিয়ে এসেছে।’

তিনি হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘যদি এই যুদ্ধের পরিধি বাড়ে তাহলে যুক্তরাষ্ট্রও বড় ক্ষয়ক্ষতির মুখে পড়বে।’

হামাসের হামলার পর গাজায় স্থল অভিযান চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়— ইসরায়েলের পক্ষে সমর্থন আদায়ে গত চারদিন ধরে আরব বিশ্বের পাঁচটি দেশে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। অপরদিকে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে সরাসরি কাজ করছে ইরান।

সূত্র: আল জাজিরা

এমবি