পারমাণু শক্তিকে ‘বিশেষ সতর্কাবস্থায়’ রাখার নির্দেশ
Share on:
রাশিয়ার সামরিক বাহিনীকে তাদের পারমাণবিক বাহিনীকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটি সর্বোচ্চ সতর্কতা।
রাশিয়ার সামরিক বাহিনীকে তাদের পারমাণবিক বাহিনীকে ‘বিশেষ সতর্ক’ অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটি সর্বোচ্চ সতর্কতা।
পুতিন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন।
তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি ‘অবন্ধুসুলভ পদক্ষেপ’ নিয়েছে এবং ‘বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে।’
পুতিন এই আদেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।
আমাদের তার কর্মকাণ্ডকে সবচেয়ে শক্তিশালী উপায়ে আটকাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এইচএন