ইসরাইলে আগের চেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে হামলা চালাবে ইরান!
Share on:
আগের চেয়ে বেশি শক্তিশালী অস্ত্র এবং আগের দুটি আক্রমণে ব্যবহৃত হয়নি, এমন অস্ত্র দিয়ে ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। ওয়াল স্ট্রিট জার্নালকে এমন তথ্যই জানিয়েছেন ইরানি ও আরব কর্মকর্তারা।
মিসরের এক কর্মকর্তা জার্নালকে জানান, কায়রোকে তেহরান হুঁশিয়ার করে দিয়ে বলেছে যে ২৬ অক্টোবরে ইরানে ইসরাইলি হামলার প্রতিশোধ হবে 'শক্তিশালী ও জটিল। উল্লেখ্য, ইসরাইল দাবি করেছে, ১ অক্টোবর ইসরাইলে ইরানের হামলার বদলা নিতে তারা ২৬ অক্টোবর ওই হামলা চালিয়েছে।
এক ইরানি কর্মকর্তা বলেন, আমরা যেহেতু চারজন সৈন্য এবং একজন বেসামরিক নাগরিককে হারিয়েছি, তাই জবাব দেয়া দরকার।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী আসন্ন অভিযানে শরিক হবে। উল্লেখ্য, ১৩-১৪ এপ্রিল এবং ১ অক্টোবরে ইসরাইলি হামলায় ইরানি সেনাবাহিনী অংশ নেয়নি। ওই দুটি হামলা চালিয়েছিল ইসলামিক রেভ্যুলশানারি গার্ড কোর। অর্থাৎ আগের চেয়ে ভিন্ন মাত্রার হবে এই হামলা।
ওই কর্মকর্তা জানান, গতবারের চেয়ে এবার ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর ওপর আরো আগ্রাসীভাবে হামলা চালানো হতে পারে। তিনি বলেন, প্রজেক্টাইল নিক্ষেপের জন্য ইরাকি ভূমিও ব্যবহৃত হতে পারে।
এফএইচ