tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৫ এএম

বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণ, ডিএনসিসির ৪ পরিচ্ছন্নতাকর্মী আহত


1730310468485_20241031_072054178

বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন।


বুধবার (৩০ অক্টোবর) রাতে ডিএনসিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

আহত চার পরিচ্ছন্নতাকর্মীকে দেখতে রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। সেখানে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদেরও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আহতদের শরীরে কয়েকটি স্থানে ক্ষত হয়েছে তবে সকলেই আশঙ্কামুক্ত।

উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ আহত পরিচ্ছন্নতা কর্মীদের সার্বিক সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। তিনি জানিয়েছেন, ডিএনসিসির পক্ষ থেকে আহত পরিচ্ছন্নতা কর্মীদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

এর আগে, সকালে ডিএনসিসির ৩২নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় ডাস্টবিনে ময়লায় থাকা বোমা বিস্ফোরণ হয়ে ৪ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়। আহত পরিচ্ছন্নতাকর্মীরা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮), সাইফুল ইসলাম (৪৭)।

আহত পরিচ্ছন্নতাকর্মীরা রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এনএইচ