tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১ পিএম

চবিতে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২২


6

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রায় ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর।


সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে চবির সোহরাওয়ার্দী হলের মোড়ে এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রলীগের ব্রাদার্স দলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাওয়ার সময় মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়।

এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় অন্তত ২২ জন আহত হন।

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত কর্মকর্তা দেলোয়ার বলেন, ১১ জন খাতায় নাম লিখলেও চিকিৎসা নিতে এসেছে ২০ জনের বেশি। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের ১টি বা ২টি করে সেলাই লেগেছে। ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজেও পাঠানো হয়েছে।

এছাড়া বাকিদের মধ্যে কেউ কেউ হাত, পা, চেহারা, রান ও গোড়ালিতে ইট-পাথরের আঘাত পেয়েছেন। তারা প্রত্যেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।

মকু দলের নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, আমরা আলাওল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া করে। কয়েকদিন ধরে আলাওল হলে অবস্থানকারী আমাদের কর্মীদের বের করে দেওয়ার চেষ্টা করছে তারা।

ব্রাদার্সের নেতাকর্মীরা বলেন, একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

জানা গেছে, সংঘর্ষের ১ ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে দেখা যায়নি।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করার এক পর্যায়ে আক্রমণ করেছে।

পরবর্তীতে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ভোর ৪টা পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, শাখা ছাত্রলীগ বিজয়ের অনুসারী ‘ব্রাদার্স’ দল আলাওল হল ও এ এফ রহমান হলে এবং 'মকু' দল সোহরাওয়ার্দী হলে অবস্থান করছে।

এন