tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৪, ১৩:৫১ পিএম

ভারতে কর্মরত দুই কূটনীতিক বরখাস্ত


70046004_1004

দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনীতিককে সরিয়ে দিলো ঢাকা।


দিল্লিতে শাবান মাহমুদ ও কলকাতায় রঞ্জন সেনকে দায়িত্বে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফিরে যেতে বলা হয়েছে।

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনীতিককে সরিয়ে দেয়া হলো। সূত্র জানাচ্ছে, এই দুজন ফরেন সার্ভিসের ক্যাডার ছিলেন না। তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী। তাদের চুক্তি বাতিল করে দেয়া হয়েছে।

শাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারি(প্রেস)-এর দায়িত্বে ছিলেন। রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি(প্রেস) ছিলেন। তিনি জানিয়েছেন, সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন।

রঞ্জন সেনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।

এফএইচ