tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২২, ১৮:৫১ পিএম

তৃতীয় দিনে ঢাকা টেস্ট জমিয়ে তুলল বাংলাদেশ


ব

স্বল্প পুঁজি নিয়েই এখন ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ৪র্থ ইনিংসে ব্যাট করতে নামা ভারতকে ব্যাটিং বিপর্যয়ের মুখে ফেলেছেন টাইগার স্পিনাররা। মাত্র ৪৫ রানের মধ্যে তুলে নিয়েছেন সফরকারীদের ৪ উইকেট। দিনের শেষ উইকেট হিসেবে ফিরেছেন বিরাট কোহলি।


তৃতীয় দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ২য় ইনিংসে তুলেছে ৪৫ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ঠিক ১০০ রান। বাংলাদেশের চাই ৬ উইকেট।

১৪৫ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরুতেই বিপাকে পড়ে ভারতীয়রা। অধিনায়ক লোকেশ রাহুলকে দিয়ে শুরু। দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক।

এরপর চেতেশ্বর পূজারা ও শুভমান গিলকে ফিরিয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। এই দুজনকে প্যাভিলিয়নে ফেরান মেহেদি মিরাজ। মিরাজের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বল মিস করেন শুভমান গিল। সুযোগ মিস করেননি সোহান। দারুণ স্ট্যাম্পিংয়ে ৭ রানে ফিরিয়ে দেন তাকে। এরপর পূজারাকেও দ্রুতই আউট করে দেন মেহেদি।

শেষ বিকেলের বড় চমক হিসেবে বিরাট কোহলিকেও ফিরিয়ে দেন মেহেদী মিরাজ। টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।

এর আগে লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং আর তাসকিনের দৃঢ়তায় ২য় ইনিংসে ২৩১ রান তোলে বাংলাদেশ। লিটন দাসের ব্যাট থেকে আসে ৭৩ রান। তাসকিন করেন অপরাজিত ৩১ রান।

১ম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ২২৭ রান। ভারত করে ৩১৪ রান।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০

ভারত ১ম ইনিংস: ৩১৪/১০

বাংলাদেশ ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)।

ভারত ২য় ইনিংস: ৪৫/৪।

এমআই