tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ এএম

আজ ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার


P2022

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন।


বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হ্যানয় থেকে ঢাকায় আসছেন প্রণয় কুমার ভার্মা। ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

প্রণয় কুমার ভার্মা ভারতের ফরেন সার্ভিসের ১৯৯৪ ব্যাচের একজন কর্মকর্তা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন তিনি।

হংকং, সানফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু এবং ওয়াশিংটন ডিসিতে ভারতের মিশনে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব এবং ভার্মা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন প্রণয় কুমার ভার্মা। ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেছেন তিনি।

ঢাকায় নিযুক্ত নতুন এই ভারতীয় হাইকমিশনার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডিলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসে চীনা ভাষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন প্রণয় কুমার ভার্মা।

প্রসঙ্গত, বিক্রম কুমার দোরাইস্বামী ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন।

এন