tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৮ জানুয়ারী ২০২২, ০৯:১৮ এএম

হাইতিতে অপরাধী চক্রের গুলি, ২ সাংবাদিক নিহত


haaiti.jpg

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের শহরতলিতে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের নেতার সাক্ষাৎকার গ্রহণ করতে গুলিতে গিয়ে ২ সাংবাদিক নিহত হয়েছেন।


হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের শহরতলিতে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের নেতার সাক্ষাৎকার গ্রহণ করতে গুলিতে গিয়ে ২ সাংবাদিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) সন্দেহভাজন একটি গ্যাংয়ের সদস্যরা প্রতিদ্বন্দ্বী গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে যাওয়া সাংবাদিকদের ওপর গুলি চালায়। 

এ ঘটনায় মন্ট্রিয়লভিত্তিক রেডিও স্টেশন ইকাউত এফএমে কর্মরত সাংবাদিক আমাদি জন ওয়েসলি ও স্থানীয় সাংবাদিক উইলগুয়েনস লুসান্ত নিহত হন।

নাম প্রকাশ না করার শর্তে হাইতির এক পুলিশ কর্মকর্তা এ খবর জানিয়েছেন। এসময় ভাগ্যক্রমে সেখানে থাকা তৃতীয় এক সাংবাদিক প্রাণে বেঁচে যান।
যে এলাকায় দুই সাংবাদিক নিহত হয়েছেন, তার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্যাংয়ের মধ্যে লড়াই চলছে। ইকাউত এফএম পরে তাদের কর্মী ওয়েসলির মৃত্যুর খবর নিশ্চিত করে; এ হত্যাকাণ্ডকে ‘অপরাধমূলক ও বর্বর কাজ’ বলেও অভিহিত করেছে তারা। 

এইচএন