tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৪, ২০:৩৬ পিএম

‘শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না’


19670341_189

শহীদদের আত্মত্যাগের সাথে বেঈমানি জাতি সহ্য করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।


তিনি বলেন, শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হলে ছাত্রসমাজ উপযুক্ত এবং কঠোর জবাব দিতে কখনোই পিছপা হবে না।

বুধবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘আপনারা যে ক্ষমতার চেয়ারে বসে আছেন, সেই চেয়ার শহীদদের পবিত্র রক্তে রঞ্জিত। সেই চেয়ারে বসে যদি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার কোনো ষড়যন্ত্র বা পদক্ষেপ গ্রহণ করা হয়, তবে ছাত্রজনতা তা কোনোভাবেই মেনে নেবে না।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করে অকার্যকর করার পাঁয়তারা করছে, তারই অংশ হিসেবে আদালত প্রাঙ্গণে ইসকনের সন্ত্রাসীরা আইনজীবী আলিফকে হত্যা করেছে। আমরা শিরগির এ হত্যার বিচার দেখতে চাই।’

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য পতিত স্বৈরাচারের দেশী-আন্তর্জাতিক দোসররা নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। নানা সময় নানা ছদ্মাবরণে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ছাত্রশিবিরসহ ছাত্রসমাজ আজ ঐক্যবদ্ধ। তাদের কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না, ইনশাআল্লাহ।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিজবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবু সাদিক কায়েম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলা উদ্দিন, ঢাকা মহানগর উত্তর সভাপতি আনিসুর রহমান, ঢাকা মহানগর পূর্ব মোজাফফর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি