tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২৩, ১৫:২৩ পিএম

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস


af-20231103141838

তিন বিশ্বচ্যাম্পিয়ন দলকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। একই লক্ষ্যে আরও একটি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে আফগানরা। শেষ চারের আশা টিকিয়ে রাখার লড়াইয়ে আজ টসভাগ্য সহায় হয়নি আফগানদের। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।


শুক্রবার (৩ নভেম্বর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের মুখোমুখি হয়েছে আফগানরা। আসরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আফগানদের। জয়ের সাথে রানরেটও বাড়িয়ে নিতে চাইবে হাসমতউল্লাহ শহিদির দল। তবে ম্যাচ জয়ের দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছে নেদারল্যান্ডসও।

আফগান একাদশে এক পরিবর্তন আনা হয়েছে। নাভিন উল হকের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নুর আহমদকে। এক পরিবর্তন এনেছে নেদারল্যান্ডসও। বিক্রমজিৎ সিংয়ের পরিবর্তে ডাচ একাদশে এসেছেন ওয়েসলি বারেসি।

বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে আফগানিস্তান। সমান ম্যাচে নেদারল্যান্ডসের জয় ২টিতে।

  • নেদারল্যান্ডস একাদশ

ওয়েসলি বারেসি, ম্যাক্স ও ডোউড, কলিন অ্যাকারমান, সাইব্রান্ড এঞ্জেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), বাস ডি লিডি, সাকিব জুলফিকার, লগন ফন বিক, রোলোফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরন।

  • আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক) আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকি, নুর আহমদ।

এনএইচ