লেবাননে ৬ ইসরায়েলি সেনা নিহত
Share on:
লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সেনারা একটি ভবনে হামলা চালায়, যা আগেই তারা বোমা দিয়ে আঘাত করেছিল। অভিযানের সময় সেনারা ধারণা করেছিল যে ভবনটি খালি, কিন্তু ভবনে প্রবেশ করার পর তারা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি হন। এই সংঘর্ষে কমপক্ষে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হন।
হিজবুল্লাহ জানিয়েছে, সেপ্টেম্বর মাস থেকে তাদের ওপর আক্রমণ বাড়ানোর পর থেকে তারা অন্তত ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এবং আরও এক হাজার সৈন্যকে আহত করেছে। তবে, আক্রমণের পর থেকে হিজবুল্লাহ তাদের নিহত যোদ্ধাদের সংখ্যা বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে— এই সংঘর্ষে কয়েকশত থেকে এক হাজারেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হোলমগ্রেন বলেছেন, মার্কিন মূল্যায়ন অনুযায়ী, হিজবুল্লাহর সামরিক সক্ষমতা কিছুটা কমেছে, তবে তাদের স্থল বাহিনী এখনও অনেকাংশে অক্ষত রয়েছে। তিনি আরও বলেন, হিজবুল্লাহ এখনও বিদেশে হামলা চালানোর সক্ষমতা রাখে। সূত্র: আল আরাবিয়া
এনএইচ