সিটিটিসির অভিযানে গ্রেফতার ১০
Share on:
গত শনিবার ভোরে কুলাউড়ার কর্মধা ইউনিয়নে বাইশালী এলাকার পাহাড়ি টিলায় অভিযান চালায় সিটিটিসি। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন হিলসাইড’। সেখান থেকে গ্রেফতার করা হয় ১০ ব্যক্তিকে সবাই নব্য জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য । এবং বিশেষায়িত ফোর্স অনুসন্ধান চালিয়ে দুটি ঘর থেকে ছয় কেজি বিস্ফোরক, পিস্তলের ১৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইনসে সংবাদ সম্মেলন করে ‘অপারেশন হিলসাইড’র সমাপ্তি ঘোষণা করেন সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি বলেন, সোমবার সকালে মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজারের স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন ১৭ ব্যক্তিকে আটক করেন। এই খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে যায়। এরপর জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হই গত শনিবার আমাদের টিম যাদের আটক করে এরা তাদের সহযোগী। এরপর কর্মধা ইউনিয়ন কার্যালয় থেকে আমরা তাদের হেফাজতে নিয়ে আসি। এরপর রাতভর আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি। তখন এই কালাপাহাড়ে তাদের আরেকটি আস্তানা আছে বলে আমাদের জানায়।
সিটিটিসি প্রধান বলেন, আমরা ভোরে ওই আস্তানা সন্ধানে বের হই। দুর্গম প্রায় ২০টি পাহাড় পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। এই আটকরাও নতুন উগ্র সংগঠন ইমাম মাহমুদের কাফেলার সদস্য। আটকের সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা, দুটি বড় দা, ৯৫টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
এমবি