চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন
Share on:
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামাবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকবাজারের ইসলামবাগে একটি রাসায়নিক গুদামে আগুন লাগার খবর আসে রাত সাড়ে ৩টায়। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর আরও আটটি ইউনিট পাঠানো হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর ডেমরার ভাঙ্গাপ্রেস এলাকায় ক্রীড়াসামগ্রীর গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে পরদিন সকাল ৮টায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটির টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।