tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৫ জানুয়ারী ২০২৪, ১৮:৪১ পিএম

পাকিস্তান সিনেট ৮ ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর প্রস্তাব পাস


pakistans_parliament_building_copy

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তবে শুক্রবার (৫ জানুয়ারি) দেশটির সিনেটে নির্বাচন পেছানোর একটি প্রস্তাব পাস করা হয়েছে।


নির্বাচনের সময় পেছানোর ক্ষেত্রে শীতকালীন আবহাওয়া ও নিরাপত্তা শঙ্কাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ডন ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে প্রস্তাব পাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে সিনেট প্রস্তাবটি গ্রহণ করলেও দেশটির নির্বাচন কমিশনের সেটি মানার বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারিই নির্বাচন হবে, না আরও বিলম্বিত হবে সেটি ঠিক করবে নির্বাচন কমিশন।

দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের একজন স্বতন্ত্র সিনেটর মূলত নির্বাচন পেছানোর প্রস্তাব তুলেছিলেন। স্বতন্ত্র সিনেটর দিলাওয়ার খান বলেন, 'রাজনৈতিক নেতাদের নিরাপত্তার হুমকি রয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ায় এবং রাজনৈতিক দলের প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে।'

রেজল্যুশনে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনি সমাবেশের জন্য নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করেছে। তবে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সিনেটর আফনানুল্লাহ খান এই প্রস্তাবের বিরোধিতা করেছেন।

এসএইচ