tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৩ নভেম্বর ২০২১, ১৯:০০ পিএম

কলম্বিয়ায় ভূমিধস, নিহত ১০


কলম্বিয়া.jpg

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।


কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) একটি হোটেলের নিচে মাটির নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

কলম্বিয়া.jpg

ইকুয়েডরের সীমান্তবর্তী শহর মাল্লামা শহরে দিনের শুরুর দিকে এ ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ইউএনজিআরডি’র পরিচালক জাদার গাভিরিয়া এএফপি’কে বলেন, মৃতদের মধ্যে ৮ নারী রয়েছেন।

কলম্বিয়া.jpg

এদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলার নাগরিক। তিনি জানান, হোটেলটির ভিতরে আরো অনেকে আটকা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উদ্ধারকর্মীরা সেখান থেকে কাদামাটি সরিয়ে ফেলার চেষ্টা চালাচ্ছে। ভূমিধসে একটি প্রধান সড়কও মাটিতে ঢেকে গেছে।

এইচএন