আইন আদালত
প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৪, ১৯:২০ পিএম
ফতুল্লায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা
Share on:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।
রোববার রাতে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল বারী ভূঁইয়া বাদী হয়ে ফতুল্লা থানায় এ মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি নূরে আযম জানান, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আসামি করা হয়েছে। একজন পুলিশ অফিসারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় দিয়েছেন।
প্রেসবিজ্ঞপ্তি//এমএইচ