tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৮:০৮ পিএম

পাকিস্তানে শপথ নিলো ১৯ সদস্যের নতুন মন্ত্রিসভা, নারী একজন


pakistan-20240311174006

পাকিস্তানে ১৯ সদ্যের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাউজে এই শপথ অনুষ্ঠান হয়।


নতুন মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখও রয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে মন্ত্রিসভার আকার ছোট করেছেন। তবে দ্বিতীয় ধাপে সংখ্যা আরও বাড়বে।

শাহবাজ শরিফের ১৯ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন একজন নারী। প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পিপিপি নেতা আসিফ আলি জারদারি। তার স্ত্রী দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রয়াত হয়েছেন প্রায় দেড় যুগ আগে। এরপর আর বিয়ে করেননি জারদারি। তাই সবার মনেই প্রশ্ন, কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী ফার্স্ট লেডি?

এক্ষেত্রে জোরেশোরে শোনা যাচ্ছে জারদারির ছোট মেয়ে আসিফা ভুট্টো জারদারির নাম। গত রোববার (১০ মার্চ) ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে আসিফ আলি জারদারি যখন দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন সেখানে উপস্থিত ছিলেন আসিফাও।

এমএইচ