tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:০১ পিএম

বরিশালের বিপক্ষে কুমিল্লার চ্যালেঞ্জিং স্কোর


কুমিল্লা.jpg

আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১৩ বলে বিপিএলের দ্রুততম ফিফটি তুলে নেন সুনীল নারিন। এই ক্যারিবীয়ানের ব্যাটেই উড়ে যায় চট্টগ্রাম। আজও ঝড় তুলেছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে।


আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে মাত্র ১৩ বলে বিপিএলের দ্রুততম ফিফটি তুলে নেন সুনীল নারিন। এই ক্যারিবীয়ানের ব্যাটেই উড়ে যায় চট্টগ্রাম। আজও ঝড় তুলেছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে।

মুজিবুর রহমানের করা প্রথম ওভারেই নেন দুই ছয় এক চারে ১৭ রান। পরের ওভারে শরিফুলকে মারেন দুই ছয় এক চার। তাতে ফিফটি তুলতে খরচ হয় মাত্র ২১ বল। সুনীলের ব্যাটে কুমিল্লা উড়তে থাকলেও অপর প্রান্তে হতাশ করেন লিটন দাস (৪)।

২৩ বলে সমান ৫টি করে চার ও ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মেহেদী হাসান রানার বলে লং-অনে থাকা নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে।

নারিনের ফেরার পর মাহমুদুল হাসান জয় রান আউট হয়ে ফেরেন ৮ রান করে। টপ-অর্ডারের তিন ব্যাটারের বিদায়ের পর থেমে যায় রানের চাকা।

ফাফ ডু প্লেসি এদিন ৪ রানে ফেরেন মুজিবের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। দলনেতা ইমরুল কায়েস হতাশ করেন ১২ বলে ১২ রান করে ডোয়াইন ব্রাভোর বলে ক্যাচ দিয়ে। আরিফুল হককে রানের খাতা খুলতে দেননি মুজিব।

তবে দলের বিপাকে মঈন আলী থিতু হয়েছেন, আবু হায়দার রনিকে নিয়ে দ্রুত রান তুলেন শেষ দিকে। রনির সঙ্গে ৫৩ (৫১) রানের জুটি গড়ে মঈন বিদায় নেন ৩২ বলে ৩৮ রান করে রানআউট হয়ে।

রনি ১৯ (২৭) রান করে ফেরেন শফিকুলের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। রনিকে ফেরানোর পরের বলে শহিদুলকেও (১) ফেরান শফিকুল।

শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ ৯ উইকেটে ১৫১ রান।

বরিশালের পক্ষে ২টি করে উইকেট নেন মুজিব ও শফিকুল। ১ উইকেট করে নেন সাকিব, ব্রাভো ও মেহেদী।

এইচএন