tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:০৬ পিএম

ক্ষমা চেয়ে যে ব্যাখা দিলেন অভিনেত্রী মেহজাবীন


mehjabin-6762deb718ad1

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি গ্রাফিতির উপর পোস্টারিং করে সমালোচনার মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার এ ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে ব্যাখ্যা দিয়েছেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী টিএসসির ডাসের দেয়ালে ২০১৬ সালে আলোচিত হত্যাকাণ্ডের শিকার কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর সিনেমাটির একটি পোস্টার লাগিয়ে দিচ্ছেন। এ সময় দৃশ্যটি ধরা পড়ে গণমাধ্যমের ক্যামেরায়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এর ব্যাখ্যায় বুধবার রাত পৌনে আটটায় দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসে মেহজাবীন লিখেছেন, ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (বুধবার) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণবশত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যস্থাপনায় একটি পোস্টার মরহুমা সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাত সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি। আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য।

এর আগে, তনুর গ্রাফিতির উপর ‘প্রিয় মালতি’র পোস্টার লাগানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ ফেসবুকে লিখেছেন, আমার শহীদ বোন তনুকে চেনেন না মেহজাবীন চৌধুরী? কার গ্রাফিতির উপর নিজের খোমাওয়ালা পোস্টার লাগাইছেন? চিনবেন কেমনে? আপনাগো সো কল্ড কাল-চারাল পাড়ায় আমার বোনেরে নিয়ে কথা হয় কি? অবিলম্বে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান।

ঢাবি শিক্ষার্থী মো. তাসনিম তালুকদার লিখেছেন, বহিরাগত মেহেজাবিন আপু, পোস্টার লাগিয়েছেন ভালো কথা। তবে কিসের উপর পোস্টারটি লাগালেন আমাদের দেখা উচিত। ধিক্কার!

নাফিজ বসির লিখেছেন, তনুকে এই অভিনেত্রী সম্ভবত চেনেন না, অবশ্য তার মতো প্রিভিলেজড মানুষের তনুকে চেনার কথাও না! তনুর গ্রাফিতির উপর বহিরাগত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ডাসে লাগানো পোস্টার এই অভিনেত্রীর নিজের এসে ছিঁড়তে হবে, ক্ষমা চাইতে হবে!

এনএইচ