tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১১ এপ্রিল ২০২২, ১০:২৬ এএম

জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ৪১৩ রান


বাংলাদেশ ক্রিকেট দল

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল টার্গেট বেঁধে দিয়েছে ।


প্রোটিয়ারা এর আগে ১৭৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে। আগের ২৩৬ মিলিয়ে ৪১২ রানের সংগ্রহ ডিন এলগারের দলের।

বাংলাদেশ দল প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪৫৩ রানে আটকে দিয়েও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। গুটিয়ে যায় মাত্র ২১৭ রানে।

তবে ফলোঅন টপকাতে না পারলেও সফরকারীদের ফলোঅন করায়নি প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে ডিন এলগারের দল।

আগের ইনিংসের ২৩৬ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে বাংলাদেশ দলের সামনে ৪১৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২ এবং খালেদ ১ উইকেট নেন।

এইচএন