tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম

করোনায় আক্রান্ত বাইডেন


image-829267-1721269469

করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন। খবর বিবিসি


বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পর তার শরীকে করোনা ধরা পড়ে।

করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে তিনি নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর বাইডেনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে। তিনি বলেন, বাসায় বসেই বাইডেন সব ধরনের দায়িত্ব পালন করবেন।

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেই তার ওপর চাপ বাড়ছে।

এনএইচ