সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: চরমোনাই পীর
Share on:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি জালেম সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে দেশবাসীর ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এ সরকারের কাছে আজ কেউই নিরাপদ নয়।
গতকাল বুধবার চরমোনাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে গণমানুষের অধিকার আদায়ে নানামুখী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
সিইসির পদত্যাগ দাবিতে শুক্রবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনেরও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই), মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম, আলহাজ্ব আব্দুর রহমান, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা মকবুল হোসাইন, ড. মাওলানা বেলাল নূর আজিজী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, জি এম রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাছির উদ্দিন খান, মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, মাওলানা আরিফুল ইসলাম, সদস্য আলহাজ্ব মুহাম্মদ সেলিম মাহমুদ, ডা. দেলোয়ার হোসেন, আল-ইকবাল প্রমুখ।
এমআই