tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩১ অগাস্ট ২০২৪, ১১:২০ এএম

প্রথম ওভারেই তাসকিনের আঘাত


351386_20240831_105451752

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি গতকাল শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি, বৃষ্টির কারণে টসই হয়নি।


তবে আজ আবহাওয়া অনুকূলে থাকায় ত্রিশ মিনিট আগেই খেলা শুরু হয়েছে। টসে জিতে স্বাগতিকদের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর বল হাতে প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ।

টাইগারদের স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের একাদশে ছিলেন তাসকিন আহমেদ। তবে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন তিনি। আরেক পেসার শরিফুল ইসলামের বদলে খেলছেন তিনি। সাদা পোশাকে মাঠে ফিরেই উইকেটের দেখা পেয়েছেন স্পিডস্টার।

বল হাতে আজ বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করেন তাসকিন। রাওয়ালপিন্ডির পিচে শুরু থেকেই সুইং পাচ্ছিলেন তিনি। ওভারের প্রথম পাঁচটি বলে অফ স্টাম্পের বাইরে ফেলে আউট সুইং করিয়েছেন টাইগার এই পেসার। আর শেষ বলটি করিয়েছেন ইন্সুইং। আর তাতেই কুপোকাত পাকিস্তানি ওপেনার। তাঁর এই দারুণ এই কৌশলেই বোল্ড হন আব্দুল্লাহ শফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ০ রান।

এনএইচ