tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২৩, ১০:৩০ এএম

গাজায় সামরিক অভিযান, অবরোধ অবিলম্বে বন্ধের আহ্বান


78622_lead1

গাজা পরিস্থিতি এবং তাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।


শনিবার (১৪ অক্টোবর) এই ফোনালাপে তারা সবরকম বেসামরিক টার্গেটকে বন্ধ করার গুরুত্বের ওপর জোর দেন। যুদ্ধরত সব পক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনের প্রতি প্রতিশ্রুতির বিষয় তুলে ধরেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। এ জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পূরণ নিশ্চিত করার জন্য কাজ করতে চীনের প্রতি আহ্বান জানান প্রিন্স ফয়সাল। তিনি গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং অবরোধ অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এর প্রেক্ষিতে ফিলিস্তিন বিষয়ক নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন প্রিন্স ফয়সাল।

এনএইচ