tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১৯ অগাস্ট ২০২৪, ১১:৩৯ এএম

২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত, ডুবলো চট্টগ্রাম


rain-20240819110620

বন্দরনগরী চট্টগ্রামে গত তিনদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তলিয়ে গেছে শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা ও রাস্তাঘাট।


পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জহিরুল ইসলাম বলেন, চট্টগ্রামে আজ ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

সকালে ভারী বৃষ্টির মধ্যে বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছে নগরের নিম্নাঞ্চলের বাসিন্দারা।

নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে গাড়ির সংখ্যাও কম। কেউই যথাসময়ে গন্তব্যে যেতে পারছেন না।

নগরের বাকলিয়া, চকবাজারসহ বেশিরভাগ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে, রাস্তাঘাটেও হাঁটু পানি। যাত্রীরা পানি ডিঙিয়েই কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন।

নগরের বাদুড়তলা এলাকায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে আছে যানবাহন।

অন্যদিকে, টানা বৃষ্টিতে জেলার সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশ ও রাঙ্গুনিয়ার অনেক স্থান প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রোপা আমনের আবাদ, মাছের ঘের।

এনএইচ