tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৪, ০৯:০০ এএম

গুলিবিদ্ধ ট্রাম্প, নিজেদের অবস্থান জানালো রাশিয়া


image-828320-1721009485

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে শনিবার ডোনাল্ট ট্রাম্পের নির্বাচনি প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক, যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হয়েছিল। এ সময় সমাবেশের একপর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারে এমন হামলা, যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।


এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। এবার ওই ঘটনা নিয়ে নিজেদের অবস্থান জানালো রাশিয়া। খবর ভয়েজ অব আমেরিকা ও টাইম অব ইন্ডিয়ার।

রোববার সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের জীবনকে ‘সুস্পষ্ট’ বিপদের মধ্যে ফেলেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে অপসারণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে হত্যার চেষ্টাকে উস্কে দিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়া বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন ট্রাম্পকে হত্যার চেষ্টার জন্য দায়ী। তবে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যা আক্রমণকে উস্কে দিয়েছিল।

এই রুশ কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি কলাকৌশল ব্যবহার করা হয়েছে। আদালত, প্রসিকিউটর, রাজনৈতিকভাবে মর্যাদাহানি— এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়ার কথা যে তার জীবন সংকটে রয়েছে।

এনএইচ