tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:০২ পিএম

অব্যবহৃত সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন


20220919_150114

মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের ওপর সিম বিক্রিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা আংশিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।


সরকারি এ সংস্থাটি গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির সুযোগ দিয়েছে। তবে নতুন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে গ্রামীণফোন নতুন সিম বিক্রি করতে পারবে না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিটিআরসির পক্ষ থেকে গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির এ সুযোগ দেওয়া হয়।

গত জুনের শেষ দিকে গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। ফলে প্রতিষ্ঠানটি আড়াই মাসের বেশি সময় ধরে কোনো ধরনের সিম বিক্রি করতে পারেনি।

নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, গ্রামীণফোন তাদের কাছে থাকা অব্যবহৃত সিম বিক্রির সুযোগ পাবে।

কবে নাগাদ গ্রামীণফোনকে নতুন সিম বিক্রির সুযোগ দেওয়া হতে পারে, এ প্রসঙ্গে বিটিআরসির চেয়ারম্যান বলেন, সেবার মান উন্নত হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

এমআই