tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ৩০ মার্চ ২০২৩, ১৯:৩২ পিএম

দেশের মানুষ স্বাবলম্বী হলে জাতিও আত্মনির্ভরশীল হবে: বুলবুল


৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের নারী ও পুরুষ সম্মিলিত প্রচেষ্টায় আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হলে তারা দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। দেশের মানুষ স্বাবলম্বী হলে জাতিও আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হবে।


বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মহিলাদের সেলাই মেশিন উপহার দেয়ার সময় তিনি এ কথা বলেন।

মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের কর্মহীন মানুষদের সাবলম্বী করতে আমাদের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশের মানুষের কল্যাণে জামায়াতে ইসলামীর এসব সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করার সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আমরা আজ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ করছি। এই প্রচেষ্টায় কেউ নূন্যতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব।

এই জামায়াত নেতা আরও বলেন, আজ বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে সবকিছুর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের বার বার মূল্যবৃদ্ধির ফলে দেশ আজ গভীর সঙ্কটে। দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশকে সুখী, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিতি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য পৌর আমির ও সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবুল হাসান, জামায়াতের পৌরসভা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোক্তার হোসাইন, ১৪ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: জারজিস হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রেস বিজ্ঞপ্তি

এমআই