tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৩ অগাস্ট ২০২৩, ১৮:৩০ পিএম

১০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন


ukraine

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দেশ দুইটির মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই দাবি করেছে।


ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিসের যুদ্ধাপরাধ বিভাগের প্রধান ইউরি বেলোসভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, নিহতদের মধ্যে ৪৯৯ শিশু রয়েছে।

তিনি বলেন, ইউক্রেনের দখলকৃত অঞ্চল মুক্ত করার পর নিহতের প্রকৃত সংখ্যা পাওয়া যাবে। তখন নিহতের সংখ্যা কয়েকগুণ বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।

ইউরি বেলোসভ বলেন, প্রসিকিউটর অফিস যে পরিসংখ্যান দিয়েছে তা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মিল রয়েছে।

এর আগে জুলাইয়ের শুরুর দিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হামলার পর নয় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বেলোসভ আরও বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর এই সময়কাল পর্যন্ত রাশিয়ান বাহিনী ৯৮ হাজার যুদ্ধাপরাধ করেছে।

এমবি