ইরান ও হিজবুল্লাহকে ইসরাইল আক্রমণে ‘রাজি’ করাতে চেয়েছিল হামাস
Share on:
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে সীমান্তে পেরিয়ে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। পাল্টা হামলায় পুরো গাজা এখন যুদ্ধবিধ্বস্ত মৃত্যুপুরি।
টানা এক বছর ধরে চলমান ইসরাইলের এই আগ্রাসন কবে থামবে তার সুনির্দিষ্ট কোনো লক্ষণ টের পাওয়া যাচ্ছে না। ৭ অক্টোবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন ইতিহাসে নিয়ে গেছে।এরমধ্যে যুদ্ধের বিস্তৃতি বেড়েছে লেবানন এবং সিরিয়াতেও।
এদিকে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ নিউইয়র্ক টাইমস দাবি করেছে, হামাস ৭ অক্টোবরের দক্ষিণ ইসরাইলে হামলার পরিকল্পনা করেছিল দুই বছরেরও বেশি সময় ধরে। এছাড়া ইরান ও হিজবুল্লাহকে আক্রমণে অংশ নিতে রাজি করার চেষ্টা চালাতে গিয়ে এই হামলা এক বছর পিছিয়ে যায়।
প্রতিবেদনের ভিত্তি হিসেবে দাবি করা হয়, গত জানুয়ারিতে গাজায় জব্দ করা কম্পিউটারে একটি গোপন বৈঠকের ভিডিও পায় ইসরাইল। সেখানে ইসরাইলে হামলার ব্যাপারে চাঞ্চল্যকর এই বিষয় উঠে আসে।
তবে ইতোমধ্যে জাতিসংঘে ইরানের মিশন এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে।
একইসঙ্গে বলেছে, ‘ইরান বা হিজবুল্লাহকে ইসরাইলে হামলার সঙ্গে যুক্ত করার কোনও দাবি আংশিক বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য নয়। পুরো প্রতিবেদনটি বানোয়াট নথি থেকে এসেছে’।
এনএইচ