tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২২, ১৮:৫৫ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের সংগ্রহ ১৩৩


in

আগের দুই ম্যাচেই জয় পাওয়া ভারতের শুরুটা ছিল আজ বেশ নড়বড়ে। লুঙ্গি এনগিডির তোপে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে রোহিত শর্মার দল। বড় বিপর্যয়ের মুখে দলকে একাই রক্ষা করেছেন সুর্যকুমার যাদব। দুর্দান্ত ফিফটিতে লড়াই করার পুঁজিও এনে দিয়েছেন ডানহাতি এ ব্যাটার।


সুপার টুয়েলভের গুরুত্বপূর্ন ম্যাচে রোববার ভারতের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। পার্থ স্টেডিয়ামের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছেন বিরাট-যাদবরা।

পার্থের বিশাল মাঠে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে অবশ্য খুব একটা সময় নেননি দক্ষিণ আফ্রিকার পেসাররা। দুর্দান্ত সুইং-বাউন্সে প্রথম ঘন্টার পুরোটাই জিতে নিয়েছেন এনগিডি-নর্টজেরা।

শুরুটা হয়েছে রোহিতকে দিয়ে। ১৫ রান করে ভারতীয় অধিনায়ক ক্যাচ দিয়ে ফেরেন এনগিডির বলে। একই ওভারে ফেরেন আরেক ওপেনার রাহুলও। দুই ওপেনারের বিদায়ের পর ২৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করছেন যাদব। যদিও ৫২ রানের সে জুটিতে কার্তিকের অবদান ছিল মাত্র ৬ রান। ৪০ বলে ৬৮ রান করে যাদব ফিরলে আবারও ভাটা পড়ে রানে। ১৩৩ রানে থামে ভারতের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন এনগিডি। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল। আর একটি উইকেট গেছে নর্টজের ঝুলিতে।

এমআই