আসামে ভয়াবহ বন্যায় নিহত ৩
Share on:
ভারতের আসামে ভয়াবহ বন্যায় পানিবন্দি রয়েছে ৯ জেলার চার লক্ষাধিক মানুষ। রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যায় এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এএসডিএমএ) এক কর্মকর্তা জানান, এবারের বন্যায় রাজ্যের বিভিন্ন অংশে এখন পর্যন্ত ৩ জন প্রাণ হারিয়েছেন।
এএসডিএমএ’র তথ্য অনুযায়ী, বাকসা, বরপেটা, দারং, ধুবড়ি, গোলপাড়া, কামরুপ, লখিমপুর, নলবাড়ি এবং উদালগুড়ি জেলার ৪ লাখ ৭ হাজার ৭০০ জনের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলায় ১০১ টি ত্রাণ শিবির পরিচালনা করছে প্রশাসন। সেখানে ৮১ হাজার ৩৫২ জন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছেন।
এছাড়া ৫ টি জেলায় ১১৯ টি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে রাজ্য কর্তৃপক্ষ।
এএসডিএমএ কর্মকর্তা জানান, কিছু এলাকায় পানির স্তর নিচে নামতে শুরু করেছে। তবে এখনও আসামের ১ হাজার ১১৮ টি গ্রাম পানির নিচে। এতে ৮ হাজার ৪৬৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে বাকসা, বরপেটা, সোনিতপুর, ধুবড়ি, কামরূপ, কোকরাঝাড়, নলবাড়ি, সাউথ সালমারা ও উদালগুড়ি জেলায়।
করিমগঞ্জের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনাও ঘটেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দারাং জেলায় অনেক শহরাঞ্চলও প্লাবিত হয়েছে।
আসাম কর্তৃপক্ষ বলছে, তেজপুর এবং নেয়ামতিঘাটে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সূত্র : পিটিআই
এন