tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৩ জুলাই ২০২৪, ১৬:২১ পিএম

এবার রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের হামলা


image-827599-1720863957

রাশিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির রসটভ অঞ্চলে এ ঘটনা ঘটে।


ওই অঞ্চলে নিযুক্ত গর্ভনর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। খবর আল আরাবিয়া

গর্ভনর আরও জানান, পেট্রোল পরিশোধন করা ওই ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি ফ্রন্টলাইন থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইউক্রেনের চারটি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি রস-টল অঞ্চলে এবং বাকী দুটি ইউক্রেন সীমান্ত লঘ্ন বেলগোরড এবং উত্তরের কুরস্ক এলাকায়।

২০২২ সালে ইউক্রেন রুশ অভিযানের পর থেকেই উভয় দেশ পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে।

এমএইচ