নারায়ণগঞ্জে ফ্রেশ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
Share on:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ফায়ার সার্ভিস সোমবার (৪ জুলাই) সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের কারখানা এটি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক সিদ্দিকুর রহমান জানান, সকালে কার্টন তৈরির কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
এদিকে সংবাদ মাধ্যমকে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, মেঘনা ইকোনমিক জোনে আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ডেমরাসহ বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এইচএন