tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৬ এপ্রিল ২০২২, ১১:৪৬ এএম

জিম্বাবুয়েতে বাস খাদে পড়ে নিহত ৩৫


জিম্বাবুয়ে-২০২২

জিম্বাবুয়েতে গির্জাগামীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরে গিয়ে একটি খাদে পড়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে দেশটির পুলিশ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।


বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে দেশটির দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে আয়োজিত ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে চার্চে যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বলে

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই চিপিঙ্গের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তার পাশে গভীর খাদ ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে।

এ ব্যাপারে পুলিশের মুখপাত্র পল ন্যাথি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে ধারণা করা হচ্ছে। এসব বাসে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণক্ষমতা। কিন্তু দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন বলেও জানান তিনি।

এইচএন