সাবেক স্ত্রীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ
Share on:
হামিদা আক্তার নামে এক কলেজছাত্রীকে ‘ফ্লিমি স্টাইলে’ অপহরণের অভিযোগ পাওয়া গেছে সাবেক স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে।
ভুক্তভোগী ছাত্রী উপজেলার জরিপেরচর গ্রামের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী।
অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী রুহুল আমিন দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত আহমদ আলীর পুত্র। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে হামিদাকে তার স্বামী বিভিন্ন সময় মারধর করত। এ ঘটনায় একাধিক সালিশ বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। হামিদা মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৮ সালে ডিভোর্স দেন। এরপর ২০২২ সালে রুহুল আমিন শ্বশুরবাড়ি থেকে সন্ত্রাসীদের সহযোগিতায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় মামলা এখনো চলমান রয়েছে। গ্রেফতার এড়াতে রুহুল আমিন বিদেশে চলে যান। সম্প্রতি রুহুল আমিন দেশে এসে সাবেক স্ত্রী হামিদাকে পেতে মরিয়া হয়ে ওঠে। ওতপেতে থাকা রুহুল আমিন ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে কলেজছাত্রীকে পৌর শহরের কৃষ্ণচূড়া ব্রিজ এলাকায় একা পেয়ে বেশ কয়েকটি মোটরসাইকেলে ১০ জন লোক এসে ঘেরাও করে। পরে একটি মাইক্রোবাসে টেনেহিঁচড়ে উঠিয়ে অপহরণ করে মুহূর্তে সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা সরকারি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এলেও কাউকে আটক করতে পারেননি।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
এনএইচ