tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ১০:৩০ এএম

চীনকে মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান ইইউ’র


image-817842-1718683004

চীনকে আবারও মানবাধিকার লঙ্ঘন বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।


বেআইনিভাবে আটক, জোরপূর্বক গুম, নির্যাতন এবং দুর্ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ।

সোমবার (১৭ জুন)তিব্বত সফর ও চীনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার পর এই আহ্বান জানিয়েছে ইইউ’র একটি প্রতিনিধিদল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি বিবৃতিতে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। সেখানে দেশটির জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ের মানবাধিকার পরিস্থিতিকে ‘খুব গুরুতর’ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ইইউ তার প্রতিবেদনে চীনে মানবাধিকার রক্ষক, আইনজীবী ও সাংবাদিকদের ওপর ক্র্যাকডাউনের কথা উল্লেখ করেছে। বেআইনিভাবে আটক, জোরপূর্বক গুম, নির্যাতন এবং দুর্ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চীনকে মানবাধিকার লঙ্ঘন তদন্ত ও তা বন্ধ করার অনুরোধ করেছে ইইউ।’