ভারত ইন্টারনেটের গতি বাড়াতে বাংলাদেশের ব্যান্ডউইথ নিবে
Share on:
ভারত সরকার তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে বাংলাদেশ থেকে আবারও ব্যান্ডউইথ নেবে।
ভারত সরকার তার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ইন্টারনেটের গতি বৃদ্ধি করতে বাংলাদেশ থেকে আবারও ব্যান্ডউইথ নেবে।
এর আগে কক্সবাজার থেকে তারা ১০ জিবিপিএস (১০ গিগাবাইট পার সেকেন্ড) গতির ইন্টারনেট সংযোগ নেয় আগরতলায়। এখন সেই গতি দ্বিগুন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
এ কথা জানিয়েছেন ভারতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চান, যাতে ওই অঞ্চলের মানুষের যোগাযোগ সহজ হয়। এ খবর দিয়েছে অনলাইন লাইভমিন্ট।
এতে বলা হয়, শনিবার বক্তব্যকালে মন্ত্রী বলেছেন, এখন থেকে ২/৩ মাস আগে কক্সবাজার থেকে পরীক্ষামূলকভাবে আমরা আগরতলা পর্যন্ত ১০ জিবিপিএস ফাইবার কানেকশন নিয়েছি। দুই মাসের মধ্যে তা স্থিতিশীল পর্যায়ে এসেছে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনে পুরো উত্তর-পূর্বাঞ্চলে এই ইন্টারনেট ব্যান্ডউইথ বৃদ্ধি করবো। বিশেষ করে মনিপুরে উচ্চগতির সংযোগ স্থাপন করা হবে।
ওই পরীক্ষার ওপর ভিত্তি করে আগামী ৫ থেকে ৬ সপ্তাহে আমরা ব্যান্ডউইথ দ্বিগুন করবো। তাতে কি ফল হয় তা দেখে আমরা ব্যান্ডউইথ আবার দ্বিগুন করবো।
উল্লেখ্য, মনিপুরে এ বছরে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এইচএন