গ্রিসে ভয়াবহ দাবানল: ১৮ মরদেহ উদ্ধার
Share on:
গ্রিসের উত্তরপূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে বিধ্বস্ত জঙ্গল থেকে পুড়ে প্রায় কয়লা হয়ে যাওয়া ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) দেশটির ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে নিহতরা অভিবাসনপ্রত্যাশী।
ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ইয়ানিস আর্টোপিওস বলেছেন, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল দাদিয়ার জাতীয় উদ্যানের কাছে মরদেহগুলো পাওয়া গেছে। ওই স্থানটি অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের স্থান বলে বিবেচিত।
গরম, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে গ্রিসজুড়ে সম্প্রতি কয়েক ডজন দাবানল ছড়িয়ে পড়েছে। উত্তর-পূর্ব বন্দর শহর আলেকজান্দ্রোপলিসে পর্যন্ত এই দাবানল প্রবেশ করেছে।
আলেকজান্দ্রোপলিসের কাছে দুটি গ্রামে একটি স্কুল, বেশ কয়েকটি বাড়ি ও একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ৪টি বিমান ও ৩টি হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দুই শতাধিক দমকলকর্মী।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কাভালা অঞ্চলে আরেকটি দাবানলে আরও কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাছাড়া এথেন্সের কাছে অ্যাসপ্রোপিরগোস এলাকায় একটি নতুন দাবানলের সূত্রপাত হয়েছে। ফলে সেখানে উদ্ধার অভিযানের আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গ্রিসের পাশাপাশি ইতালি, স্পেন ও পর্তুগালেও কয়েকদিন ধরে দাবানল চলছে। এসব দেশের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা মঙ্গলবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।
এন