tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

সংখ্যালঘুদের প্রতি ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্যের নিন্দা ভারতের


images (11)

ভারতের মুসলমানদের প্রতি আচরনের বিষয়ে করা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মন্তব্যের নিন্দা জানিয়েছে ভারত। খোমেনির বক্তব্যকে ‘ভুল তথ্য ও অগ্রহনযোগ্য’ বলে মন্তব্য করেছে ভারত।


সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে খোমেনি বলেন, “মায়ানমার,গাজা,ভারত ও অন্য যে কোনো জায়গায় একজন মুসলিম যে দুর্দশা সহ্য করছেন সে সম্পর্কে যদি আমরা অসতর্ক থাকি তাহলে আমরা নিজেদের মুসলিম বলে দাবি করতে পারি না।

খোমেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেন, “আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই”।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বলেন, “সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করা দেশগুলিকে অন্যদের নিয়ে মন্তব্য করার আগে নিজেদের রেকর্ড দেখার পরামর্শ দিচ্ছি”।

খোমেনি অবশ্য অতীতেও ভারতের মুসলমানদের ও কাশ্মীরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের সমস্যা নিয়ে েসমলোচনা করেছেন।