tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ১০ ডিসেম্বর ২০২১, ২১:৩৫ পিএম

শিক্ষার্থীদের কড়া বার্তা, দাবি পূরণ না হলে দেশজুড়ে অনশন


শিক্ষার্থী.jpg

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদী দীপ্ত এ কর্মসূচির ঘোষণা দেন। রাজধানীর সচিবালয় ভবনের সামনে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করবে।


নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সারাদেশের শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার গেজেট প্রকাশসহ ৯ দাবি ১৪ ডিসেম্বরের মধ্যে পূরণ না হলে ১৫ ডিসেম্বর থেকে দেশজুড়ে অনশন কর্মসূচি করবেন।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদী দীপ্ত এ কর্মসূচির ঘোষণা দেন। রাজধানীর সচিবালয় ভবনের সামনে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালন করবে।

শিক্ষার্থীদের আহ্বানে ‘সড়কে স্বজন হারাদের সমাবেশ' ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অংশ নেন ২ বছর আগে সড়ক দুর্ঘটনায় ছেলে সাইফুল ইসলামকে হারানো শাহজাহান কবির।

তিনি বলেন, খুনি চালকরা রাস্তায় বিনা বাধায় গাড়ি চালাচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত ন্যায়বিচার পাইনি। সাইফুল আমার একমাত্র ছেলে ছিল।

২ বছর আগে বাসচাপায় তার মৃত্যু হয়। বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে নানাভাবে চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ন্যায়বিচার পাইনি।

শাহজাহান কবির বলেন, আমি একজন দরিদ্র কৃষক। পরিশ্রম করে বেঁচে আছি। সরকারের থেকেও কোনো আর্থিক সাহায্য পাইনি।

আমাদের ছেলেকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার দেখতে চাই। আমি আশা করি আর কোনো বাবা আমার মতো ছেলেকে হারাবেন না।

সমাবেশের আয়োজক ভর্তিচ্ছু মঈদুল ইসলাম দাউদ বলেন, আজ আমাদের স্বাধীনতার ৫০ বছর। কিন্তু রাস্তায় কোনো শৃঙ্খলা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুল ইসলাম আপন রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে অনেকের স্বপ্ন ভেঙে গেছে ।

এইচএন